চারটি পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু তাদের চাকরিকাল ২৫ (পঁচিশ) বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাদেরকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।
এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। জাকির হোসেনের স্থলে শফি উদ্দিনকে দায়িত্ব দেওয়া হলো।
চেয়ারম্যানের বিরুদ্ধে অসহযোগ চলবে
রাজস্ব সংস্কারের লক্ষ্যে আমরা সরকারের এ ঘোষণাকে স্বাগত জানাই। সরকারের এ ঘোষণার প্রেক্ষিতে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় পরিষদ। তবে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি পূরণ না হওয়ায় তার বিরুদ্ধে পূর্ব ঘোষিত অসহযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা।